বঙ্গে নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। প্রতিটা রাজনৈতিক দল তাদের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় ভোটকর্মীর দায়িত্ব থেকে রেহাই চেয়ে বহু আবেদন জমা পড়েছিল নির্বাচনী দফতরে। যদিও তার মধ্যে বেশিরভাগই আবেদন নাকচ হয়ে গিয়েছে।
এবার জেলায় বুথের সংখ্যা সাড়ে আট হাজার থেকে বেড়ে ১১ হাজারের উপর হয়েছে। এর কারণে অতিরিক্ত ভোটকর্মীর প্রয়োজন। এই বাড়তি ভোটকর্মী জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জেলার কর্তাদের। এদিকে, যখন ভোটের কাজের জন্য পোলিং পার্সোনেল কিংবা প্রিসাডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হল, তখন দেখা গেল, প্রায় সিংহভাগ কেন্দ্রেই ১০০ শতাংশ হাজিরা নেই। কোথাও ৮০ শতাংশ, কোথাও আবার ৯০ শতাংশ ভোটকর্মী প্রশিক্ষণ নিতে এসেছেন। আবার এমনও কেন্দ্র রয়েছে, যেখানে হাজিরার হার ছিল ৬০ শতাংশ। অনুপস্থিতের হারে পুরুষ কর্মীরাই বেশি বলে জানান হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন